Tuesday 26 January 2021

সমস্যা যখন অর্গানিক রিচ!

 

সমস্যা যখন অর্গানিক রিচ!
বর্তমানে এত পরিমান ফেসবুক পেজ তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে যে সে সংখ্যা টা দিনকে দিন বেড়েই চলেছে। আর তাছাড়া সবাই এত পরিমান পেইড ক্যাম্পেইন করেন যে ফেসবসবুক চাইলেও আর বেশি পরিমান অর্গানিক রিচ করাতে পারে না। ফেসবুকেরও একটা সীমাবদ্ধতা রয়েছে। ফেসবুক প্রতিনিয়ত তাদের অ্যালগরিদমে পরিবর্তন করে চলেছে এবং এই পরিবর্তনের সাথে সাথে অর্গানিক ভাবে পোষ্টের রিচ বৃদ্ধি করা ক্রমাগত চ্যালেঞ্জিং হয়ে পড়ছে।
তবে কিছু কৌশল অনুসরন করলে আপনি আপনার পেজের অর্গানিক রিচ বাড়াতে পারেন অনেকাংশে।
চলুন জেনে নেওয়া যাক সেই বিশেষ কৌশল গুলো যা আপনার বিজনেস পেজের আর্গানিক রিচ বাড়িয়ে দিতে পারে অনেকগুন।
বর্তমান সময়ে ফেসবুক পেজের অর্গানিক রিচ ১ থেকে ৬ শতাংশ মাত্র।
ফেসবুক মার্কেটিং এক্সপার্টদের মতে তা সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তোলা সম্ভব ।
বিষয়টি সত্যি অবাক করার মতো।
পেজের অর্গানিক রিচ ধরে রাখতে হলে কিছু কাজ আপনার এখনই শুরু করে দেওয়া উচিত আর কিছু কাজ আপনার না করা উচিত ।
প্রথমে আপনাকে খুঁজতে হবে ফেসবুকের অ্যালগরিদম কোন কনটেন্টগুলো কে অর্গানিক ভাবে সবথেকে বেশি রিচ দেয়।
এখানে ৪ ধরনের কনটেন্ট এর কথা বলা হয়েছে যে গুলো বেশি রিচ এনে দিতে সক্ষম।
চলুন জেনে নেওয়া যাক কি কি সেই কনটেন্ট গুলো-
নাম্বার -১ -ভিডিও পোস্টঃ
ফেসবুক হয়ত ভবিষ্যতের ইউটিভের মত ডিজিটাল ভিডিও স্ট্রিমিং টেলিভিশন চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে যার কারণে সব থেকে বেশি প্রাধান্য ভিডিও কনটেন্টগুলো পাচ্ছে।
ভিডিও কনটেন্ট পোস্ট করার ক্ষেত্রে রিকমেন্ডেড হচ্ছে, ৭০% ভিডিও কনটেন্ট, ২০% ছবি এবং ১০% লিংক শেয়ার করতে।
লিংক ফেসবুক পোস্টের রিচ কমিয়ে দেয় তবে ভিডিও অথবা ছবির সাথে আপনি লিংক শেয়ার করতে পারেন। সেটি আপনার পোষ্টের রিচে কোন প্রকার প্রভাব ফেলে ফেলবে না।
নাম্বার-২-ফেসবুক লাইভঃ
অনেক এক্সপার্টরা মনে করেন ফেসবুক লাইভ সাধারণ আপলোড করা ভিডিও-র থেকে ছয় গুণ বেশি এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারে। তাই প্রতি ৭ দিনে অন্তত একটি ফেসবুক লাইভ ভালো ফলাফল এনে দিতে পারে। আপনিও এটি ট্রাই করে দেখতে পারেন।
নাম্বার-৩- ফেসবুক ওয়াচ পার্টিঃ
ফেসবুকের যে কোন পাবলিক ভিডিও নিজের ওয়াচ পার্টিতে অডিয়েন্স সাথে শেয়ার করতে পারেন। ফেসবুক মতে, অডিয়েন্স ওয়াচ পার্টির ভিডিওগুলোতে কমেন্ট করার প্রবণতা প্রায় ১০০ গুণ পর্যন্ত বেশি।
মনে রাখবেন, অর্গানিক রিচের মূলবিসষয়ই হচ্ছে এনগেজমেন্ট। আপনি যত বেশি এনগেজমেন্ট তৈরি করতে পারবেন, তত বেশি অর্গানিক রিচ বেড়ে যাবে।
নাম্বার-৪- প্রশ্ন করুনঃ
না কোন ভিডিও, না কোন ছবি অথবা না কোন লিংক শেয়ার শুধুমাত্র একটি ছোট্ট সাধারন প্রশ্ন আপনার অডিয়েন্সদের দিকে ছুড়ে দিন। তাহলে দেখবেন আপনার পোষ্ট একংগেজমেন্ট অটোমেটিক বেড়ে গেছে।
আপনার অডিয়েন্সদের জন্য যখন একটি প্রাসঙ্গিক প্রশ্ন ছুড়ে দিবেন তার বিপরীতে তাদের উত্তর দেবার প্রবণতা দেখা যাবে। আর উত্তর দেওয়া মানেই এনগেজমেন্ট। আর অর্গানিক রিচ বাড়াতে এটাই আমাদের সব থেকে বেশি প্রোয়োজন।
নাম্বার –৫-কম পরিমান পোস্ট করুনঃ
অনেকেই মনে করেন যে, বেশি পোস্ট করলে বেশি এঙ্গেজমেন্ট আসে যা সবক্ষেত্রে সত্য হয় না। ফেসবুক শুধুমাত্র অনেক হাই কোয়ালিটি পোস্টগুলোকে বেশি প্রাধান্য দেয়। তাই বেশি বেশি পোস্ট করার চেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন পোস্ট তৈরি এবং শেয়ার করার দিকে গুরুত্ব দেয়া উচিত ।
একটি পোস্ট যখন ফেসবুকে ভাল রেজাল্ট দেয় তখন আপনি যদি আরেকটি পোস্ট করেন তাহলে, এনগেজমেন্ট বিভক্ত হয়ে যাবে।আপনি যদি সপ্তাহে তিনটি পোস্ট করে থাকেন তবে সেটি কমিয়ে সপ্তাহে একটি করুন। চেষ্টা করুন অন্যান্য বিভিন্ন সোর্স থেকে আপনার পোস্টে ট্রাফিক নিয়ে
যে যে বিষয় গুলো আপনার ফেসবুক পেজের অর্গানিক রিচ কমিয়ে দেয়
নাম্বার – ১- ফেসবুক পোস্টের সাথে ইউটিভ লিংক যুক্ত করলেঃ
ভিডিও এর ক্ষেত্রে ফেসবুকের সবথেকে বড় প্রতিযোগী হচ্ছে ইউটিউব। যখন একটি ফেসবুক পোস্টের সাথে ইউটিউব লিংক যুক্ত করছেন অথবা ফেসবুক পোস্টে ইউটিউব লিংক শেয়ার করবেন সেই পোষ্টের অর্গানিক রিচ পাবেন না । এর কারন হল ফেসবুক আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ইউটিউব লিংকগুলো শনাক্ত করে সেটির রিচ কমিয়ে দিতে পারে খুব ভালভাবেই।
নাম্বার-২-এঙ্গেজমেন্ট বাইট করলেঃ
অনেক সময়েই দেখা যায় যায় যে ফেসবুকে পোস্ট করার পরে সেটিতে কমেন্ট, শেয়ার বা লাইক করার জন্য অনুরোধ করা হয়ে থাকে। যাকে ফেসবুক এঙ্গেজমেন্ট বাইট বলে উল্লেখ করে।
ফেসবুক ফেয়ার কনটেন্ট ডিস্ট্রিবিউশন পলিসিতে বিশ্বাস করে। তারা মনে করে, মানুষ সেই কনটেন্টগুলো পছন্দ করবে যা সে স্বেচ্ছায় দেখতে চায়। আপনি কখনোই অডিয়েন্সদের আপনার কনটেন্ট দেখতে জোর করতে পারেন না।
তাই এই ধরনের শব্দগুলো ফেসবুক খুব সহজেই ডিটেক্ট করে এবং সেই পোস্টের অর্গানিক রিচ কমিয়ে দেয়। ফেসবুকের ল্যাংগুয়েজ ডাইরেক্টরিতে এখন বাংলা ভাষাও যুক্ত হয়েছে। তাই এঙ্গেজমেন্ট বাইট থেকে এখুনি সতর্ক হোন। অন্যথায় আপনার অর্গানিক রিচের উপর বিশাল প্রভাব ফেলতে পারে।
এঙ্গেজমেন্ট বাইটের বিপরিতে, একটি পোস্ট করার পরে অডিয়েন্সরা সে সম্পর্কে কি চিন্তা করছে? আপনার পোষ্ট সম্পর্কে তাদের মতামত কি? এই সকল বিষয়গুলো জানতে চান বা শেয়ার করার জন্য অডিয়েন্সদের উদ্বুদ্ধ করতে পারেন।
যেমনঃ তাদের কাছ থেকে পোস্টের বিষয়ে কিছু জানতে চাইতে পারেন।
আর চেষ্টা করুন আপনার পেজের সাথে যায় না এমন ধরনের পোস্টগুলো এরিয়ে চলতে তা না হলে আপনি আপনার অনেক ফলোয়ার ধিরে ধিরে হারিয়ে ফেলতে পারেন।
এবার আপনি বলুন আপনি কি আপনার পেজের অর্গানিক রিচ / এংগেজমেন্ট বাড়াতে এই কৌশল গুলো ব্যবহার করেন?
আপনার পেজের অর্গানিক রিচ কেমন??
অলিউর রহমান ,
ডিজিটাল মার্কেটার ও ওয়েব ডেভেলপার
Biswas Digital Solution.
Image may contain: text that says 'অরগানিক রিত বাড়াতে সঠিক কৌশল গুলো অনুসরন করছেন তো??'
32
19 Comments
13 Shares

No comments:

Post a Comment