Wednesday 12 May 2021

আপনার প্রতিষ্ঠান/পেইজ/ডোমেইন এর নাম কিভাবে রাখবেন?


নাম রাখা নিয়ে অনেকে এতো বেশি সময় নষ্ট করে ফেলে যে; পরে নতুন কিছু করার যে ইচ্ছেটা তৈরি হয়েছিলো সেটাই নষ্ট হয়ে যায়। নাম নিয়ে আমাদের মাঝে অনেক চিন্তা ঘুরে। কি কি চিন্তা ঘুরে আসুন দেখি:
-- নাম শুনেই যেন সবাই বুঝে কিসের বিজনেস।
-- নাম সবার থেকে আলাদা হতে হবে।
-- এক নামেই যেন সবাই চিনে।
কিন্তু এতো ভেবেও নাম কিন্তু গতানুগতিকই রাখে বেশিরভাগ মানুষ। প্রথমে বলি, নাম শুনেই যেন বুঝতে পারে কিসের বিজনেস; এটা একটা ভুল ধারণা৷ এই ভুল ধারণার কারণেই একশোটা রান্নার পেইজের নাম রান্না রিলেটেড হয়ে থাকে। পোশাকের পেইজের নাম ফ্যাশন রিলেটেড থাকে। তাহলে আর ইউনিক হলো কিভাবে। নামেই যদি বিজনেস বুঝাতে চান তাহলে সবার নাম তো একই রকম হবে।
ধরুন যে মানুষটা জানে না গুগল কি, এপল কি, কিংবা গুচি কি। তাকে এই নাম এবং এদের লোগো দেখালেও কি সে বলতে পারবে এসব কিসের প্রতিষ্ঠান। বাজি ধরেন আমার সাথে সে বলতে পারবে না। আধ খাওয়া আপেল যে বিশ্বের দামী ব্র্যান্ড গুলোর একটি সে ধারণাই করতে পারবে না।
ফ্রিল্যান্সিং করার কারণে আমি দেশের বাইরের বায়ারের কাজও করি। ওদের প্রতিষ্ঠানের কনসেপ্ট এর সাথে নামও থাকে বেশিরভাগ সময় আলাদা। কিন্তু সেই নামেই এক সময় ওরা পরিচিত পায়। ব্র্যান্ডিং তৈরি হয়। আপনার প্রতিষ্ঠান আম গাছের পাতা না যে পাতা দেখলেই বুঝা যেতে হবে। এই মান্ধাতার আমলের চিন্তা থেকে বের হয়ে স্মার্ট হোন। কারণ সব সময় এই চিন্তা সঠিক রাস্তায় হাঁটে না।
নাম ঠিক করার সময় যেসব ব্যাপার খেয়াল রাখবেন:
-- নাম যেন এক শব্দে হয়। বড়জোর দুই শব্দ। তিন শব্দে যাবেনই না। তবে সেক্টর ভেবে নাম বড় হতে পারে।
-- দশটা নাম লিখুন পর পর ভেবেচিন্তে। এরপরে আরো দশটা লিখুন। প্রথম দশটা নাম বাদ দিয়ে দেন। কারণ এই নাম আপনার মাথায় যেমন প্রথম আসছে অন্যদের মাথায়ও আসছে৷ সুতরাং এই দশটা নাম ইউনিক না। পরের দশটা থেকে নাম সিলেক্ট করার চেষ্টা করুন।
-- নাম সিলেক্ট হলে ডোমেইন খালি আছে কিনা চেক করুন।
-- পেইজের ইউজার নেইম খালি আছে কিনা চেক করুন।
-- নামটা পরিচিত মানুষদের শোনান। তারা একবারে সেটা বুঝতে পারে কিনা দেখুন। সহজে মনে রাখতে পারে কিনা দেখুন। বাচ্চাদের শোনান। তাদের আবার জিগ্যেস করুন। দেখুন বলতে পারে কিনা। বাচ্চারা যেই নাম সহজে মনে রাখতে পারবে সেই নাম যেকেউ সহজে মনে রাখতে পারবে।
আশা করি এই পদ্ধতিতে আপনারা যারা নতুন আছেন তাদের কাজে লাগবে।
লেখা: মো. শাকিল

No comments:

Post a Comment