Wednesday 12 May 2021

লোগো তৈরির আগে জেনে নিন কিছু তথ্য

 

আপনার বিজনেসের জন্য লোগো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ আপনার লোগোর জন্যই আপনার বিজনেসকে চিনবে। আপনার বিজনেসের সেবা বা কার্যক্রম সম্পর্কে জানবে। ব্র্যান্ড তৈরি হবে। মানুষের কাছে যখন আপনার বিজনেস আস্থা তৈরি করতে পারবে তখন আপনার বিজনেসের লোগো দেখলেই তারা বুঝবে এখানে কোয়ালিটি সম্পন্ন পণ্য বা সেবা পাওয়া যাবে।
লোগো তৈরির আগে কি কি করা উচিৎ:
১. প্রফেশনাল লোগো ডিজাইনারের কাছে যান। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে সব তথ্য দেন। প্রফেশনাল ডিজাইনাররা আপনার থেকে নিজে থেকেই অনেক তথ্য জেনে নিবে। কিন্তু আপনার আগেই প্রস্তুতি রাখা উচিৎ কি কি তথ্য আপনি ডিজাইনারকে প্রভাইড করবেন।
২. বাজেট রাখুন। আপনার বাজেট তাকে জানিয়ে দেন। প্রফেশনাল ডিজাইনাররা ৩ থেকে ১৫ হাজার টাকা দিয়েও লোগো ডিজাইন করে। এরচেয়ে বেশিও নিয়ে থাকে কাজের উপর নির্ভর করে।
৩. মোবাইলে লোগো ডিজাইন করার চেষ্টা করবেন না। কারণ মোবাইলে যেসব এপস পাওয়া যায় সেগুলো সবাই ব্যবহার করে আপনার লোগোও তখন গতানুগতিক হয়ে যাবে।
৪. লোগো বাংলায় নাকি ইংরেজিতে হবে সেটা আগে থেকে ঠিক করুন। ট্যাগ লাইন বা স্লোগান থাকবে কিনা সেটাও ঠিক করে রাখুন।
৫. লোগো সুন্দর হতে হবে। ইউনিক হতে হবে। এই ধারণা থেকে বের হয়ে আসুন। সুন্দর বা ইউনিক ব্যাপার গুলো আপেক্ষিক। আপনার লোগো হতে হবে আপনার বিজনেসের জন্য এপ্রোপিয়েট। এখানে আপনার ব্যাক্তিগত পছন্দ অপছন্দ মেটার করে না। বিজনেসের জন্য যেই লোগো এপ্রোপিয়েট সেটা গ্রহণ করার মানসিকতা আপনার থাকতে হবে। এরজন্যই প্রফেশনাল ডিজাইনারের কাছে যাওয়া উচিৎ। কারণ প্রফেশনাল ডিজাইনাররা আপনাকে আপনার বিজনেসের জন্য এপ্রোপিয়েট লোগোই তৈরি করে দিবে আপনার থেকে বিজনেস সম্পর্কে ডিটেইলস জেনে নিয়ে।
৬. লোগো তৈরির আগেই ডিজাইনারকে ভালো মতো ব্রিফিং দিবেন৷ কারণ একটা লোগো তৈরি করতে অনেক পরিশ্রম হয়। প্রথমে লোগো কাগজ স্কেচ করা হয়৷ অনেক স্কেচ করার পরে একটা লোগো ফাইনাল করা হয়। এরপর কম্পিউটারে জাম্প করে ডিজাইনাররা। তাই যা নির্দেশনা দিতে চান আগেই দিয়ে দিবেন।
৭. যদি আপনার পছন্দের ফন্ট থাকে সেটাও জানিয়ে দিবেন। কি কালার দিতে চান সেটাও জানিয়ে দিবেন। যদি এসব ডিজাইনারের উপর ছেড়ে দেন সেক্ষেত্রে আপনি এসব নিয়ে পরবর্তীতে কোনো নির্দেশনা দিতে যাবেন না। এতে করে ডিজাইনের কম্পোজিশন নষ্ট হবে। যেই কাজ কোনো প্রফেশনাল ডিজাইনার করতে রাজি হবে না। তাই আপনি স্বচ্ছ ব্রিফিং দেওয়ার চেষ্টা করবেন।
লোগো হতে হয় সিম্পল, মেমোরেবল, এপ্রোপিয়েট। সেই লোগোই সেরা লোগো যা দেখে যেকেউ যেন বলতে পারে এই লোগো চাইলে সেও বানাতে পারতো। এরমানে সেই লোগো তার মাথায় খুব সহজে ঢুকে গেছে। যেই লোগো দেখে আনারি হাতেও যে-কেউ আঁকতে পারবে।
লেখা: মো. শাকিল

No comments:

Post a Comment