Saturday 29 May 2021

বোকা ফেইসবুক এর অরগানিক মার্কেটিং+ নিঞ্জা টেকনিক!

 


---
ফেইসবুকের বর্তমান এলগরিদম অনুসারে- আপনার পেজে পোস্ট করলেই যদি ২০০/৩০০শ এমনকি হাজার হাজার হাজার কমেন্ট আসলে ফেইসবুক ধরে নেয় এই ফেইসবুক পেইজ খুবই এনগেজিং। যা পোস্ট করে তাতেই এতো এতো লোক মুহূর্তেই কমেন্ট করে, রিয়াকশন দেয়, শেয়ার দেয়া মানেই ফেইসবুকের কাছে সেই পোস্ট খুব ইম্পরট্যান্ট এবং এনগেজিং। আর যদি বুস্ট করে রিচ করতে হয়, কিছুটা জোর করে কমেন্ট করাতে হয় অথবা এতো কিছু করেও কেউ ইনবক্স করেনা, কমেন্ট করেনা, লাইকও দেয়না আর শেয়ার কথা তো বাদই দিলাম- এই ধরনের পেজকে ফেইসবুক প্রাইওরিটি তো দেয়ই না বরং টাকা দিয়ে বুস্ট করলেও রিচ হয় খুব কম।
এখন কথা হচ্ছে- আপনি কি করলে আপনার পেজে এমনিতেই হাজার হাজার কমেন্ট, লাইক এবং শেয়ার আসবে?
আপনি কি লক্ষ্য করেছেন? কিছু কিছু ফেইসবুক পেজ তাদের কাস্টমারদের অফারের নামে অগ্রিম টাকা নিয়ে নিজেদের ইচ্ছামত ৪৫ দিনের নামে মাসের পর মাস ঘুরায়, এর পর প্রোডাক্ট নেই বলে কাস্টমারদের টাকা রিফান্ড করে দেয়া হবে এগুলি বলে আরও কয়েকমাস ঘুরায়। স্বাভাবিক ভাবেই, নিজেদের প্রোডাক্ট ডেলিভারি-নইলে টাকা ফেরত এর জন্য সেই কাস্টমারদের মধ্যে ৮০% বা তারও বেশি সংখ্যক লোক নিজেদের প্রোডাক্ট এর ডেলিভারি পাবার জন্য তাদের পেজের সব পোষ্টের নোটিফিকেশন অন্য করে রাখে, পেজে কিছু পোস্ট আসলেই সেখানে তার অর্ডার নাম্বার কমেন্ট করে জানতে চায় কবে ডেলিভারি পাবে, অনেকেই গালাগালি করে (বাটপার বলা বা গালাগালির কমেন্টও ফেইসবুক এর কাছে কিন্তু এনগেঞ্জমেন্ট)। এভাবে একটি পোস্ট আসার ১ ঘণ্টার মধ্যেই কয়েক লক্ষ লোকের কাছে নোটিফিকেশন যায় এবং এর মধ্যে ৭০% এরও বেশি লোক সেই পোস্টে নানা ভাবে এনগেজ হয় এবং বোকা ফেইসবুক মনে করে এই পেইজ খুব দারুণ কাজ করছে এবং তাদের র্যাঙ্কিং বাড়তে থাকে- এই অফার চলতেই থাকে আর পেজেরও এনগেজমেন্ট বাড়তেই থাকে- এভাবেই বোকা ফেইসবুকের কাছে সেই পেজ হয়ে উঠে খুব ইম্পরট্যান্ট, র বাইরে আরও একটি খুবই ইম্পরট্যান্ট কি-ফ্যাক্টর কাজ করে সেটি হল কাস্টমার ডেলিভারি না পেয়ে নিজের অয়ালে, বিভিন্ন পাবলিক গ্রুপে তাদের নিয়ে লেখা লেখি করে- কান্নাকাটি করে করে কবে ডেলিভারি পাবে- তাদের চোখের পানিও ফেইসবুকের কাছে ইম্পরট্যান্ট তবে তা সেই কাস্টমার এর জন্য নয়- হায়রে বোকা ফেইসবুক!
এর মধ্যে অনেকেই তাদের নামে বিভিন্ন আলাদা আলাদা গ্রুপ খুলে তাদের নামে নিজের অজান্তে তাদের হয়ে মার্কেটিং করে দিচ্ছে- বোকা ফেইসবুক এগুলিকে মনে করে আরে এরা তো সেই ভালো কাজ করছে কমুনিটির জন্য, তাদের এতো এতো ফ্যান পেজ, ডেলিভারি পাইয়ে দেয়ার পেজ, আন্দোলনের পেজ, তাদের থেকে প্রোডাক্ট কিনে সেল করার পেজ, দাবী আদায়ের পেজ আরও কত কিছু নিয়ে পেইজ এবং গ্রুপ- যা দেখে বোকা ফেইসবুক তো খুশিতে গদগদ হয়ে তাদের সেই লেভেল এর প্রাইওরিটি দিয়ে থাকে। তাদের পেজে কেউ লাইভে আসলে তার নোটিফিকেশন ফেইসবুক নিজের মনে করে সবাইকে নোটিফিকেশন দেয় আর রিচএতো হয় যে দেশে বিদেশের এমপি মন্ত্রীদের বা অনেল সেলিব্রেটিদের লাইভেও এতো লোক কোনদিন একসাথে দেখে না।
ওকে- এবার একটু বাস্তবতায় ফিরি!
মনে হতে পারে আমি কারো বিরুদ্ধে অনেক কড়া কথা বলছি- আসলে কিন্তু তা নয়- বরং ফেইসবুকের এলগোরিদম ঠিক এভাবেই কাজ করে, মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে দেখুন। আপনি আমি সেটা খেয়াল করি আর না করি, বিশ্বাস করি আর না করি তাতে কিছুই চেঞ্জ হবেনা। এই একই পদ্ধতিতে দেশের অন্তত ১০ টি পেজ এগিয়ে চলেছে। ডিজিটাল মার্কেটিং এর এই যুগে শুধু বুস্টিং না, এর বাইরেও আরও অনেকেই অনেক কিছু করছে বোকা ফেইসবুক কে কনভিন্স করে, ইথিক্যাল বা আনইথিক্যাল এর মাঝামাঝি কিছু ফাঁকফোকর ধরেই এগিয়ে চলেছে এই বোকা ফেইসবুকের অ্যালগরিদম!
নোটঃ পোস্টটি নিয়ে কেউ কোন প্রতিষ্ঠানের পক্ষে বা বিপক্ষে না চিন্তা করে- মার্কেটিং এর প্রেক্ষাপট থেকে দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ!
You may follow me for more informational content👉 Zakir Hosen

No comments:

Post a Comment