Wednesday 12 May 2021

আপনার স্বপ্ন বড়, মেঝো, সেঝো নাকি ছোট?

 আপনার স্বপ্ন বড়, মেঝো, সেঝো নাকি ছোট?

মানুষ তার স্বপ্নের সমান বড়। কখনো মানুষ স্বপ্নকেও ছাড়িয়ে যায়। যখন স্বপ্নের সাথে পরিকল্পনা মিশে। পরিকল্পনাহীন স্বপ্নই 'ছেড়া খেতায় শুইয়া লাখ টাহার সপন দেহা' যাকে বলে।
আপনি আজকে একটা পেইজ খুলে উদ্যোক্তা হয়েছেন বা ব্যবসায়ী। কিন্তু সেটা কত দিনের জন্য? এই পেইজ নিয়েই কি পরে থাকবেন নাকি আরো বড় কিছু করার চিন্তা আছে? বড় চিন্তা করলে মেঝোকে হয়তো পাবেন। মেঝো চিন্তা করলে সেঝোকে। আর সেঝো চিন্তা করলে ছোটকে। ছোট চিন্তা করলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এরপর বলবেন- ধুর ছাই অনলাইনে কিসচ্ছু হয় না।
আপনি যদি সত্যিই কিছু করতে না পারেন তাহলে আপনার পরিকল্পনার অভাব। আপনি আপনার সমস্যা গুলোকে চিহ্নিত করতে পারছেন না। যার সমস্যা নাই তার সমাধানও নাই। যার জীবনে সমাধান নাই সে খোলা বইয়ের পৃষ্ঠা। যেখানে কেবল ব্যর্থতার ধূলোময়লা জমে।
আজ আপনি কোথায় আছেন তা চিহ্নিত করুন। কোথায় নিজেকে দেখতে চান সেই পরিকল্পনা তৈরি করুন। এরপর পরিকল্পনার সাথে নিজের বর্তমান অবস্থার প্রেক্ষাপট থেকে বের করার চেষ্টা করেন কোন কোন কার্যক্রম করা বা না করার কারণে আপনি সামনে এগোতে পারছেন না। গোল সেট করলে আপনাকে বল পায়ে নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না। আপনাকে বলে কিক করতে হবে৷ সামনে প্রতিপক্ষের খেলোয়াড় (সমস্যা) থাকলে তাকে মোকাবেলা করে যেতে হবে। এরপর আপনার ডি বক্সে ঢুকে কাঙ্ক্ষিত গোল দিতে পারবেন। বল পায়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মনের মাধুরি মিশিয়ে স্বপ্ন দেখেন যে, সেই রকম একটা গোল দিবেন। সবাই হাত তালি দিবে। ততোক্ষণে দেখবেন আপনার পায়ের থেকে বল (সম্ভাবনা) ছিনিয়ে নিয়ে অন্য একজন গোল দিয়ে ফেলেছে। আর তখন আপনি এখানে ওখানে বলে বেড়াবেন- সে আমার বাড়া ভাতে ছাই দিয়েছে।
বল নিয়ে মাঝ মাঠ থেকে গোল দেওয়ার চিন্তা না করে খেলে খেলে গোল দেওয়ার চিন্তা করেন। এরপরেও যদি আপনি বল নিয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে বলবো আপনি খেলতে নেমেছেন ঠিকই কিন্তু এখনো খেলা শিখেন নাই। আগে একজন কোচ (মেন্টর) এর কাছ থেকে খেলা শিখে আসুন।
পরিকল্পনা যদি আপনার সঠিক নিয়মে হয় তাহলে আপনার স্বপ্ন বড় না মহৎ হবে। সেই মহৎ কাজের জন্যই আপনি হবেন মহান। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি রকম স্বপ্ন দেখবেন- বড়, মেঝো, সেঝো নাকি ছোট। সাথে করে ফেলুন বাস্তবসম্মত সময়োপযোগী পরিকল্পনা।
লেখা: মো. শাকিল
12
Like
Comment
Share
  • 1

No comments:

Post a Comment